Site icon Jamuna Television

জেরুজালেমে আবারও ইসরায়েলি বাহিনীর হামলা, আহত অন্তত ৮০

জেরুজালেমে আবারও ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আহত কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি। গতকাল শনিবার (৮ মে) পবিত্র আল আকসায় এশার নামাজের পর শুরু হয় সংঘর্ষ।

রাতে মসজিদটিতে লাইলাতুল কদরের নামাজে অংশ নেয় হাজার হাজার মুসল্লি। এসময় বাইরে ব্যারিকেড তৈরি করে সশস্ত্র অবস্থান নেয় ইসরায়েলের দাঙ্গা পুলিশ।

একদিন আগেই হয়ে যাওয়া ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদ জানায় ফিলিস্তিনি তরুণরা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে অনেকে। ব্যারিকেড সরিয়ে অগ্নিসংযোগও করে বিক্ষোভকারীরা।

জবাবে স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে ইহুদি পুলিশ। রমজান মাসের শুরু থেকেই অস্থিতিশীল হয়ে উঠেছে জেরুজালেমের পরিস্থিতি।

গত শুক্রবার (৭ মে) আল আকসা মসজিদে নামাজের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার গুলিতে আহত হয় প্রায় দুশো’ ফিলিস্তিনি।

Exit mobile version