Site icon Jamuna Television

হাতাহাতিতে জড়ালেন অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটার

মালদ্বীপে কোয়ারেন্টাইন পালন করতে গিয়ে হাতাহাতিতে জড়ালেন আইপিএল ফেরত দুই অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার ও মাইকেল স্ল্যাটার। এমন খবর ছড়িয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে।

মালদ্বীপের একটি রিসোর্টে এই মারামারির ঘটনা ঘটে। প্রথমে অবশ্য তর্কে জড়ান এই দুই অজি তারকা। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। যদিও এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন স্ল্যাটার ও ওয়ার্নার দু’জনই।

তারা নিজেদেরকে খুব ভালো বন্ধু বলে দাবি করেছেন। সম্প্রতি হঠাৎ আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা-স্টাফরা। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় মালদ্বীপে আশ্রয় নেন ওয়ার্নার-স্মিথসহ ৪০ অজি ক্রিকেটার, ধারাভাষ্যকার ও কোচ।

Exit mobile version