Site icon Jamuna Television

সরকারের কাছে অনুমতি নয় বরং খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন: গয়েশ্বর

খালেদা জিয়ার জন্য সরকারের কাছে অনুমতি নয় বরং তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর কেন্দ্রীয় কমিটির আয়োজনে খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে তিনি এ কথা বলেন।

এ সময়ে তিনি আরও বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়ার প্রতি অবিচার করা হচ্ছে। সাধারণ মানুষ বুঝেছে তাকে রাজনীতি থেকে সরানোর জন্য এসব করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, লকডাউনে সরকার শ্রমজীবীদের কথা চিন্তা না করে কিছু লোকদের সুবিধা দিতে শপিংমল খুলে গণপরিবহন বন্ধ করে দিয়েছে।

ইউএইচ/

Exit mobile version