Site icon Jamuna Television

বাধা ছাপিয়ে ঘরে ফিরতে শুরু করছে মানুষ


ঈদকে সামনে রেখে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ। যানবাহন সঙ্কট, বাড়তি ভাড়া, পথের ভোগান্তি, করোনা ভয় সব কিছু ছাপিয়ে মানুষের স্রোত এখন গ্রামমুখী।

আজ রোববার (৯ মে) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাস, মিনিবাস বিভিন্ন যানবাহনে চড়ে ভেঙে ভেঙে ঝুঁকি নিয়ে ভোগান্তি মাথায় গন্তব্যে যাচ্ছেন তারা।

গাজীপুরের চন্দ্রা মোড় এলাকায় বিভিন্ন স্থান থেকে লোকজন এসে জড়ো হচ্ছেন। তারপর এখান থেকে ঈদে ঘরমুখো মানুষ তাদের গন্তব্যে যাচ্ছেন।

মহাসড়কের নিরাপত্তায় হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করছে |

পুলিশ বলছে, তুলনামূলকভাবে গাড়ির চাপ কম,বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে।

সকাল থেকেই চন্দ্রা এলাকায় টাঙ্গাইলগামী  কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার যানবাহন নেই। এ কারণেই জীবনের ঝুঁকি নিয়ে রিকশা, ভ্যান, পিকাপে করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।

Exit mobile version