Site icon Jamuna Television

সচিব পদে রদবদল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম আলী আজম। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন শেখ ইউসুফ হারুন।

বিদ্যুৎ বিভাগের জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে সচিব পদমর্যাদায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা বেগম জাকিয়া সুলতানা পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিৎ কর্মকার বিদ্যুৎ বিভাগের জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ পদ সচিব পদমর্যাদার।

এদিকে, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় সিলেট বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইউএইচ/

Exit mobile version