Site icon Jamuna Television

কাতারের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই পর্বে শেষ তিন ম্যাচ খেলার আগে কাতারে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এমন পরিকল্পনার কথা কাতারকে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে লক্ষ্যে ঢাকা ক্যাম্প শেষে আগামী ২১ কিংবা ২২ মে কাতার যাবে জাতীয় ফুটবল দল। সেখানে ২৫ ও ২৯ মে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এরপর ৩ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে কোচ জেমি ডে শিষ্যরা।

৭ জুন লড়বে ভারতের বিপক্ষে ও শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারে। এ উপলক্ষ্যে এরইমধ্যে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। লিগের দ্বিতীয় পর্বের ৪র্থ রাউন্ড শেষে পর্যায়ক্রমে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা।

Exit mobile version