Site icon Jamuna Television

আবারও লন্ডনের মেয়র হলেন সাদিক খান

দ্বিতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান। লেবার পার্টির এ রাজনীতিক ১১ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীকে।

শনিবার ঘোষিত ফলাফলে ৫৫ ভাগের বেশি জন-সমর্থন পেয়েছেন সাদিক। অন্যদিকে, তার নিকটতম প্রতিপক্ষ শন বেইলি পান ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট।

বিজয় ভাষণে মহামারির দুর্যোগ কাটিয়ে অর্থনীতিকে আরও মজবুত এবং ঐক্যবদ্ধ শহর গড়ার প্রত্যয় জানান সাদিক খান। প্রথম দফায় কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় ধাপে গড়ায় ভোট।

২০১৬ সালে প্রথম কোনো মুসলিম হিসেবে মেয়র হন সাদিক খান। এবারও জনমত জরিপে শুরু থেকেই এগিয়ে ছিলেন ৫১ বছর বয়সী এই রাজনীতিক।

ইউএইচ/

Exit mobile version