Site icon Jamuna Television

ফেসবুকে মায়ের সাথে ছবি দিয়ে ভার্চুয়াল হামলার শিকার চঞ্চল চৌধুরী

ফেসবুকে মাকে সাথে নিয়ে ছবি দিয়ে ভার্চুয়াল হামলার শিকার হয়েছেন অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক চঞ্চল চৌধুরী।

আজ রোববার বিশ্ব মা দিবসে চঞ্চল চৌধুরী তার মাকে সাথে নিয়ে একটা ছবি পোস্ট করেছেন। সেখানে নেটিজেনদের কেউ কেউ তার ধর্ম নিয়ে প্রশ্ন করেছে। তবে অধিকাংশ নেটিজেনরাই এই সকল বিরূপ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

চঞ্চল চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘ভ্রাতা ও ভগ্নিগণ.., আমি হিন্দু নাকি মুসলিম তাতে আপনাদের ক্ষতি কি? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ’।’

তিনি আরও লিখেছেন, ‘ধর্ম নিয়ে এ সকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক। আসুন সবাই মানুষ হই।’

ইউএইচ/

Exit mobile version