Site icon Jamuna Television

করোনায় প্রাণহানি আবারও বেড়েছে

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৬ জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ১১ হাজার ৯৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.১৯ শতাংশ। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৫টি।

রোববার (৯ মে) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৮৬ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ১০ হাজার ১৬২ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/

Exit mobile version