
প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীসহ দু’জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, রোববার সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের ফারাজী পাড়া গ্রামের আমজাদ হােসেনের শিশু কন্যা রাকাইয়া জান্নাত (১০) ফ্যানের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
একই দিনে পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা ছিলাখানা গ্রামের আব্দুল জবারের পুত্র থ্রি-হুইলার চালক রফিকুল ইসলাম (৪৫) নিজ বাড়ির বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply