Site icon Jamuna Television

খালেদা জিয়ার বিদেশ যাওয়া হচ্ছে না

ফাইল ছবি।

চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। করোনায় শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে বিদেশে চিকিৎসা নেয়ার কথা জানায় তার পরিবার।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানান, ৪০১ ধারা অনুযায়ী তাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়া হয়েছে, বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর করা সম্ভব না।

এর আগে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে পাঠানোর আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান স্বজনরা। তাকে বিদেশ পাঠানোর সেই আবেদন মতামতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণাল থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলে সেটি নাকচ করে দিলো মন্ত্রণালয়।

Exit mobile version