Site icon Jamuna Television

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবলো মাইক্রোবাস

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পন্টুন থেকে একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস নদীতে পড়ে যায়। মাইক্রোবাসটি পদ্মায় ডুবে গেলেও সকল যাত্রী জীবিত উদ্ধার হয়েছে। এতে এক শিশুসহ ৫ জন যাত্রী ছিলেন।

রোববার (৯ মে) বিকেলে ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পাটুরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, মাইক্রোবাসটি ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। পাটুরিয়া ৫ নম্বর ঘাটের পন্টুনে তারা ফেরির অপেক্ষায় ছিলো। পন্টুন থেকে গাড়িটি পেছনের দিকে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পড়ার পর মাইক্রোবাসটি পদ্মার পানিতে ডুবে যায়। তবে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ৫ আরোহীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

Exit mobile version