Site icon Jamuna Television

এফবিসিসিআই’র সভাপতি হলেন জসিম উদ্দিন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এ পদে নির্বাহিত হন। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এফিবসিসিআই’র ২০২১-২৩ দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদের নির্বাচন হয় বুধবার। চেম্বার এবং অ্যাসোসিয়েশন থেকে ৭৮ জন পরিচালক নির্বাচিত হন। বাড়তি কোনো প্রার্থী না থাকায় এবার সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদের মধ্য থেকেই সভাপতি হলেন জসিম উদ্দিন। এর আগে তিনি এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি ছিলেন। এছাড়াও অ্যাসোসিয়েশন এবং চেম্বার গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জন সহ-সভাপতি হয়েছেন।

ইউএইচ/

Exit mobile version