Site icon Jamuna Television

খুলনায় শিশু হাসমি হত্যা: মা’সহ ৪ জনের ফাঁসি

খুলনায় শিশু হাসমি হত্যা মামলার রায়ে মা’সহ চার জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। খালাস দেয়া হয়েছে ৫ জনকে। মঙ্গলবার সকালে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, সোনিয়া আক্তার, নুরুন্নবী, রসুল এবং হাফিজুর রহমান। মামলায় বলা হয়, স্বামী প্রবাসী হওয়ায়, হাসমির মা সোনিয়া পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর, দেশে ফিরে স্ত্রী সোনিয়াকে তালাক দেন হাফিজুর এবং শিশু হাসমিকে রেখে দেন নিজের কাছে। এতে ক্ষুব্ধ সোনিয়া তার সহযোগিদের নিয়ে হাসমিকে অপহরণ করে। সোনিয়াকে অপহরণকারীদের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় হাসমিকে হত্যা করা হয়। এরপর বস্তায় বেঁধে লাশটি ফেলে দেয়া হয় বিলের পানিতে।

পরে হত্যা ও লাশ গুমের মামলায় চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আজ রায় দেন আদালত।

যমুনা অনলাইন: আরএএম

Exit mobile version