Site icon Jamuna Television

নিজেদের ঈদের খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ

নিজেদের ঈদের খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ

অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশ। করোনা মহামারির মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে এ উপহার সামগ্রী বিতরণ করেছেন তারা।

সংগঠনের সদস্যরা প্রতিবছরই তাদের ঈদের খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উপহার কেনেন। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে তারা কারো দানের টাকায় নয় বরং নিজেদের টাকায় ঈদ উপহার কিনে বিতরণ করে থাকে।

এজন্য সংস্থার সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু। তিনি জানান, নিরাপদ দূরত্ব বজায় রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সদস্যরা। এসময় আরও উপস্থিত ছিলেন, এস এম বাবর কবির, মোহাম্মদ আলী, পার্থ, মিসকাত, মোবারক, নাহিদ, নিবির, মাসুম, আকাশসহ অনেকে।

Exit mobile version