Site icon Jamuna Television

কোভিডের ভারতীয় ধরন, সতর্ক থাকতে বললেন কাদের

করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় সামান্যতম উদাসীনতায় বিপদজনক পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ ও কোভিড ১৯ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনায় এই আহবান জানান তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আহবানে যার যার অবস্থানে থেকে ঈদ উৎযাপন করে করোনাকে প্রতিরোধই এখন একমাত্র অবলম্বন।

Exit mobile version