Site icon Jamuna Television

সিলেট এবং ঢাকায় পুলিশ ও বিজিবির স্থাপনায় বড় হামলার পরিকল্পনা, আটক ৪

সিলেট এবং ঢাকায় পুলিশ ও বিজিবির স্থাপনায় বড় হামলার পরিকল্পনা, আটক ৪

পুলিশ ও বিজিবি স্থপনার ওপর হামলাসহ বড় ধরনের নাশকতার পরিকল্পপনা করেছিলো নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম। নাশকতার অভিযোগে ৪ সদস্যকে গ্রেফতারের পর এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান দাবি করেন, আটককৃতরা নিজেদের নাশকতা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে সিলেট এবং ঢাকায় পুলিশ ও বিজিরি যেকোন একটি স্থাপনা বা সদস্যদের উপর বড় ধরনের হামলার পরিকল্পনা করা হয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বছিলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ব্যাগ, চাপাতি, ৫টি স্মার্ট ফোন ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়।

Exit mobile version