Site icon Jamuna Television

ভালোবাসা দিবসে কুকুরের সঙ্গে গাধার বিয়ে!

ভালোবাসা সার্বজনীন, সার্বক্ষণিক। তাই নির্দিষ্ট কোনো এক দিনকে ঘটা করে ‘ভালোবাসা দিবস’ হিসেবে পালনের বিপক্ষে অনেকে। নানা ধারণাকে কেন্দ্র করে এই বিরোধিতা করেন তারা। কেউ বলতে চান, ভালোবাসা কোন দিন ঠিক করে হতে পারে না।  তাই এই দিবসের প্রয়োজন নেই।

আবার দিবসটির পক্ষে যারা তারা বলতে চান, এ দিনটির মাধ্যমে ভালোবাসার মানুষের সাথে সম্পর্ককে আরও মজবুত করার সুযোগ আসে।

যাইহোক। পক্ষে বিপক্ষে যে যা-ই বলুক না কেন ভালোবাসা দিবস উদযাপন থেমে থাকছে না। কেউ পক্ষ নিয়ে উদযাপন করছেন, আবার বিরোধীরাও দিনটিকে উদযাপন করছেন; যদিও নেতিবাচকভাবে!

দিবসের বিরোধিতা করে ভারতের চেন্নাইয়ে ধূমধাম সহকারে কুকুরের সঙ্গে গাধার বিয়ে দিয়েছে একটি পক্ষ।  কুকুর ও গাধার গলায় ফুলের মালা পরিয়ে, কপালে চন্দন লেপে দেন আয়োজকরা। তারপর ভ্যালেন্টাইন্স ডে-র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। অবশ্য এ জন্য পুলিশ তাদের আটক করেছে।

এদিকে উত্তরপ্রদেশে ভ্যালেন্টাইন দিবস পালনকে পশ্চিমী সংস্কৃতি আখ্যা দিয়ে ক্যাম্পসে এ দিনে কোনো ধরনের আয়োজন নিষিদ্ধ করেছে লখনউ বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করে ছাত্রছাত্রীদের ভ্যালেন্টাইন দিবসে বিশ্ববিদ্যালয়ে চত্বরে ঘুরোঘুরি না করতে বলেছে।

Exit mobile version