Site icon Jamuna Television

বিশ্বজুড়ে মহামারিতে মৃত্যু ৩৩ লাখ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে আট হাজারের বেশি প্রাণহানি করোনাভাইরাসে। প্রতীকী ছবি

বিশ্বজুড়ে মহামারিতে মোট প্রাণহানি ছাড়ালো ৩৩ লাখ। দিনে আরও ১০ হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করছে করোনায়। গোটা সপ্তাহের তুলনায় রোববার সব দেশেই মৃত্যু আর সংক্রমণ শনাক্তের হার কিছুটা নিম্নমুখী।

ব্রাজিলে দিনে ৩৪ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ৯৩৪ জন। যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যু ছিলো পৌনে তিনশো, মোট প্রাণহানি ৬ লাখের কাছাকাছি। রোববারও ৫শর কাছাকাছি মৃত্যু দেখলো কলম্বিয়া। লাতিন দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনার বিস্তার।

সময়ের সাথে, ইরানে ভয়াবহ রূপ নিচ্ছে মহামারি। রোববারও ৪শর কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে দেশটিতে। দিনে বিশ্বজুড়ে পৌনে ৭ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হলো। এ পর্যন্ত সংক্রমিত ১৫ কোটি ৯০ লাখের মতো।

Exit mobile version