Site icon Jamuna Television

মানিকগঞ্জে বাস চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি।

মানিকগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে মিনিবাস চাপায় নিহত হয়েছেন মোটর সাইকেলের দুই আরোহী।

দুর্ঘটনার পর পালিয়ে গেছে বাস চালক। ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় সোমবার (১০ মে) সকাল সাতটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের বাড়ি মাগুরা জেলায়, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশগুলো এখন বরঙ্গাইল হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া রহমান। নিহত ব্যক্তিরা ঈদ করতে ঢাকা থেকে মাগুরা যাচ্ছিলেন, আর ঘাতক মাইক্রোবাসটি পাটুরিয়া থেকে ঢাকা যাচ্ছিল বলে ধারণা করেন এই পুলিশ কর্মকর্তা।

এ ব্যপারে দুর্ঘটনা জনিত মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

Exit mobile version