Site icon Jamuna Television

এপ্রিলে ভূমধ্যসাগর থেকে ১৩৯ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার

গত এপ্রিলে ভূমধ্যসাগর থেকে ১৩৯ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। রোববার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

সংস্থাটি নিজ উদ্যোগে দেশে পাঠাতে চাইলেও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা তাতে রাজি হয়নি। তারা এখন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন বলে জানিয়েছে আইওএম। এ বিষয়ে তারা লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি চার্জ ডি অ্যাফেয়ার্স গাজি মোহাম্মদ আসাদুজ্জামান কবিরের সাথে যোগাযোগ করেছে বলেও জানিয়েছে।

এছাড়াও গেলো সপ্তাহে লিবিয়া সরকার এবং জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার সহযোগিতায় দেশে ফেরে দুর্ঘটনা থেকে উদ্ধার পাওয়া ১৬০ জন। কয়েক হাজার অভিবাসন প্রত্যাশীর সাথে তারাও ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলো।

Exit mobile version