Site icon Jamuna Television

৩ ঘণ্টার ব্যবধানে ভেসে উঠলো আরও একটি মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি:

কুয়াকাটা সৈক‌তে তিন ঘণ্টার ব্যবধা‌নে দুটি মৃত ডল‌ফিন ভেসে উ‌ঠে‌ছে। র‌বিবার (৯ মে) বিকাল ৩টার দি‌কে স্থানীয়রা কুয়াকাটা সৈক‌তে ডল‌ফিনটি দেখ‌তে পায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় রাজু আহ‌মেদ জানান, দুপু‌রে লেম্বুরব‌ন এলাকায় ভে‌সে ওঠা ডলফিন‌টির তুলনায় বিকা‌লে ভে‌সে ওঠা ডল‌ফিন‌টি অর্ধগ‌লিত ও আকা‌রে ছোট। এটি প্রায় ৬ ফুট লম্বা।

এছাড়া টু‌রিস্ট পু‌লিশ কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় ডল‌ফিন‌টি প‌রিদর্শন ক‌রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছে। জেলা সি‌নিয়র মৎস্য অফিসার মোল্লা এমদাদুল্লাহ জানান, মৎস্য অফিস ও কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ গতকাল (রবিবার) বিকা‌লেই ডল‌ফিন‌টি মা‌টি চাপা দেয়ার ব্যবস্থা করেছে।

তি‌নি ব‌লেন, ক‌য়েক ঘণ্টার ব্যবধানে ২‌টি মৃত ডল‌ফিন ভে‌সে ওঠার ঘটনাটি নিয়ে তদন্ত করা যায় কিনা তা নিয়ে জেলা প্রশাস‌নের সা‌থে আলাপ করা হবে। মোল্লা এমদাদুল্লাহ আ‌রও জানান, সাগ‌রে ম্যাকানিজ বেহু‌ন্দি জাল ব্যবহা‌রের কার‌ণে এসব ডল‌ফিন আহত হয়ে মারা গিয়ে থাকতে পারে।

উল্লেখ্য, গতবছর ঠিক একই মৌসুমে কুয়াকাটা সৈক‌তে তিন‌টি মৃত ডল‌ফিন ভে‌সে উ‌ঠে‌ছিল।

Exit mobile version