Site icon Jamuna Television

ভারতে করোনায় মৃতের পোশাক চুরি, বিক্রি হচ্ছে বাজারে

ভারতের উত্তর প্রদেশে করোনায় মৃত রোগীদের শরীর থেকে পোশাক চুরি করে বিক্রি করার অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। রবিবার এ ঘটনার সাথে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, রবিবার (৯ মে) ওই চোর চক্রের সদস্যরা শ্মশান থেকে মৃতদের পোশাক, এমনকি গায়ের সাদা চাদরও সরিয়ে নিতো। পরে সেগুলো দোকানে দোকানে বিক্রি করতো তারা। গত ১০ বছর ধরে শ্মশান থেকে মৃতদেহের পোশাক চুরির সঙ্গে জড়িত তারা। করোনার মৌসুমে শ্মশানে লাশের সংখ্যা বেড়ে যাওয়ায় লাশের শরীর থেকে পোশাক চুরির পরিমাণও বেড়েছে তাদের।

পুলিশ বলছে, তারা ওই দলটির কাছ থেকে ৫২০টি চাদর, ১২৭টি কোর্তা এবং ৫২টি শাড়ি উদ্ধার করেছে। এছাড়াও গত কয়েকদিনে মৃতদের শরীর থেকে খুলে নেওয়া আরও বেশ কিছু জামাকাপরও পাওয়া গেছে তাদের কাছে। পুলিশ জানাচ্ছে, এসব পোশাক বিক্রি করে তারা দৈনিক অন্তত ৩০০ ভারতীয় রুপি আয় করতো।

Exit mobile version