Site icon Jamuna Television

‘একাধিক জন্মদিনের নামে জাতিকে এতোদিন অন্ধকারে নিমজ্জিত রেখেছিলেন খালেদা জিয়া’

একাধিক জন্মদিনের নামে জাতিকে এতোদিন অন্ধকারে নিমজ্জিত রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার (১০ মে) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী প্রকৃতপক্ষে তার জন্মদিন ৮ মে। অবশেষে খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্টে তার আসল জন্মদিনের তথ্য প্রকাশ পেয়েছে। এতদিন বিএনপি চেয়ারপারসন ১৫ আগস্ট খালেদা জন্মদিন পালন করতেন।

Exit mobile version