Site icon Jamuna Television

অপহরণের ১১ ঘণ্টা পর উদ্ধার দুই কিশোর, গ্রেফতার ৩ জন

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় দুই কিশোরকে অপহরণ করে মুক্তিপন দাবি করার ঘটনার ১১ ঘণ্টা পর ওই দুই কিশোরকে উদ্ধার করে র‍্যাব কুমিল্লার একটি দল।

আজ সোমবার (১০ মে) ভোররাতে এই উদ্ধার অভিযানে সংঘবদ্ধ একটি চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধারকৃত দুই কিশোরের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তারা দুইজন চাচাতো ভাই।

অভিযানে সদর উপজেলার উত্তর দূর্গাপুর গ্রামের রিনা আক্তার, শংকরপুর গ্রামের শাহপরান ও বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামের শরীফ ইসলাম নামের তিনজনতে গ্রেফতার করা হয়েছে।

সোমবার র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

Exit mobile version