Site icon Jamuna Television

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সাত করোনা রোগী আদালতে

যশোর সদর হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ১০ জনের মধ্যে ভারতফেরত ৭ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আজ সোমবার (১০ মে) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকালে দুই বার করোনা টেস্টে তাদের নেগেটিভ ফলাফল আসায় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। সংক্রামক রোগ প্রতিরোধ আইনে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনায় তাদের গ্রেফতার করা হয়। সোপর্দ করা হয় আদালতে।

গত ২৩ ও ২৪ এপ্রিল ভারতফেরত করোনা আক্রান্ত কিছু পাসপোর্টধারী যাত্রীকে যশোর জেনারেল হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর হাসপাতাল থেকে ৭ ভারত ফেরত করোনা আক্রান্ত ও স্থানীয়ভাবে আক্রান্ত তিনজন মোট ১০ জন পালিয়ে যান। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদেরকে হাসপাতালে ফিরিয়ে আনা হয়।

Exit mobile version