Site icon Jamuna Television

দেবীদ্বারে বৃদ্ধাকে কুপিয়ে আহত করার ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবীদ্বারে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ভিডিও ভাইরাল হয়েছে। এসময় মহিলার বৃদ্ধ স্বামীও হামলায় আহত হন।

শনিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের কটকসার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বৃদ্ধা আছমা বেগমের পুত্রবধূ (গোলাম রাব্বানীর স্ত্রী) তাসলিমা বেগম বাদি হয়ে ৫ জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

দেবীদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। বাদি ও বিবাদিপক্ষ একই বাড়ির। মামলার ২নং আসামি কামরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মূল আসামি ফারুকসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

Exit mobile version