Site icon Jamuna Television

জয় নিশ্চিত করতেই মাঠে নামবে বাংলাদেশ: লিটন

শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত করতেই মাঠে নামবে বাংলাদেশ এমন কথাই শুনিয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। হোম ভেন্যুর ফায়দা লুটতে মরিয়া টাইগার ক্রিকেটাররা।

সোমবার অনুশীলন শেষে তিনি জানান, রঙ্গিন পোষাকে প্রথম দশ ওভার ব্যাটাররা ভালো করতে পারলেই বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব বলে মনে করেন লিটন। ওয়ানডে ক্রিকেটে লঙ্কানরা বেশ ভালো দল তাই ওদের সাথে জয় নিশ্চিত করতে হলে তাদের চাইতেও স্মার্ট ক্রিকেট খেলতে হবে আমাদের।

টেস্ট ক্রিকেটে লিটন করেন কিপিং আর সাদা বলে করতে হয় ফিল্ডিং, লিটন আসলে এনজয় করেন কোনটা এমন প্রশ্নের উত্তর দিয়েছেন গণমাধ্যমে, আসলে দুটোই বড় দায়িত্ব তাই দুটোকেই এনজয় করি আমি। কিপিং করতেও যতটা মজা লাগে ফিলডিং করতেও ঠিক ততটাই আনন্দ পাই আমি। আসল কথা হলো যে দায়িত্বেই থাকি না কেন, আমি আমার দায়িত্বটা ঠিকঠাক পালন করতে চাই।

লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সামনে রেখে ইদের আগে শেষ অনুশীলনে ঘাম ঝরিয়েছেন রিয়াদ-মুশফিক, মিঠুন-লিটন-মিরাজর, নাঈম, তাইজুল সহ মোট ৮ ক্রিকেটার। সাকিব-মোস্তাফিজ রয়েছেন কোয়ারেন্টাইনে।

Exit mobile version