Site icon Jamuna Television

এবারও রোজা রাখলেন জয়সুরিয়া

প্রতিবছরই রোজা রাখেন লঙ্কান অলরাউন্ডার সানাত জয়সুরিয়া। এবারও রেখেছেন তিনি। নিজের মুসলিম ভক্তদের কথা মাথায় রেখে প্রতিবছরই রোজা রাখেন এই লঙ্কান ক্রিকেটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংবাদ নিশ্চিত করেছেন। জয়সুরিয়া লিখেছেন, সারাদিন রোজা রেখে আমার দিনটি ভালো ভাবেই কেটেছে। প্রতিবছরই আমি চেষ্টা করি রোযা রাখার।

শুধু জয়াসুরিয়াই নন আরও অনেক ক্রিকেটার রয়েছেন, যারা তাদের মুসলিম সতীর্থদের সাথে রোযা রাখেন। এই মৌসুমের আইপিএলে ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন রোজা রেখেছিলেন তাদের সতীর্থদের সাথে।

Exit mobile version