Site icon Jamuna Television

ম্যানইউ’র সাথে কাভানির চুক্তি নবায়ন

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এক বছর চুক্তির নবায়ন করেছে এডিনসন কাভানি। ২০২২ সালের জুন পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে থাকবেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।

গতবছর এক বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন কাভানি। গুঞ্জন ছিলো চলমান মৌসুম শেষে আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্সে পাড়ি দেবেন কাভানি। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মের কারণে তার সাথে চুক্তি নবায়নের প্রস্তাব দেয় ম্যানইউ। ইংলিশ জায়ান্টদের এই প্রস্তাবে রাজিও হন এই উরুগুইয়ান। ম্যানইউর হয়ে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ১৫ গোল করেছেন কাভানি।

বিশ্লেষকরা বলছেন, মাঠের পারফরম্যান্সের সাথে সাথে দলের সাথেও দারুণভাবে মানিয়ে নিয়েছেন তিনি। আর তাই এই চুক্তি নবায়ন। 

Exit mobile version