Site icon Jamuna Television

খুকুমনি ফাউন্ডেশনের নিয়মিত সেহরি বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেহরির খাবার নিয়ে হাজির হন খুকুমনি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা। শুধু তাই নয় ইফতারেও সদা তৎপর থাকে সংগঠনটি।

আজ মঙ্গলবার (১১ মে) গভীর রাতে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করেছেন স্বেচ্ছাসেবকেরা। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে খুকুমনি ফাউন্ডেশন সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

‘সবার জন্য খাবার’ এই ব্রত নিয়ে সংগঠনটি রাজধানীর বিভিন্ন স্থানে নিয়মিতভাবে ইফতার ও সেহরির ব্যবস্থা করে থাকে। সরকারি অনুদান ছাড়াই পরিচালিত খুকুমনি ফাউন্ডেশন এবার ঈদেও বস্তিবাসীদের ঘরে ঘরে ঈদ উপহার তুলে দিয়েছে।

Exit mobile version