Site icon Jamuna Television

শিশুদের করোনাভাইরাসের টিকার অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের করোনা প্রতিরোধে ‘ফাইজার-বায়োএনটেক’- এর ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিলো খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রক সংস্থা (FDA)।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, কোভিড-১৯ মহামারি মোকাবেলায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এই টিকা অনুমোদনের লক্ষ্য বলে তাদের দাবি।

ফাইজার-বায়োএনটেকের পরিচালিত সাম্প্রতিক একটি ট্রায়ালের ভিত্তিতেই এলো ঘোষণাটি। এই বয়স সীমার ২ হাজার ২৬০ জন শিশুর ওপর করা এই ট্রায়ালে শিশুদের কয়েকজনকে দেওয়া হয় ভ্যাকসিনের দুটি ডোজ এবং অন্যদের করোনা প্রতিরোধে সেবন করানো হয় সংশ্লিষ্ট ঔষধ।

টিকা গ্রহণকারীদের মধ্যে কোনো স্বাস্থ্য সংকট দেখা না গেলেও ঔষধ সেবনকারীদের ১৮ জনের শরীরে ছিলো পার্শ্বপ্রতিক্রিয়া।

আমেরিকান শিশু স্বাস্থ্য বিষয়ক সংস্থার (AAP) তথ্য অনুসারে, ৩৮ লাখের ওপর মার্কিন শিশু করোনায় আক্রান্ত হয়েছে। যদিও মৃত্যুহার শূন্য দশমিক শূন্য তিন শতাংশ।

Exit mobile version