Site icon Jamuna Television

ভারতফেরত নারীর করোনা শনাক্ত

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসা এক নারীর করোনা শনাক্ত হয়েছে। দেশে আসার তিনদিন পর করা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসে। ওই নারীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মরজিনা নামক ওই নারীর বাড়ি বগুড়া সদর উপজেলার সুত্রাপুর গ্রামে। ৭ মে তিনি ভারত থেকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে দেশে ফেরেন। এরপর থেকে তিনি একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমান জানান, ওই নারী ভারতের দিল্লিতে চিকিৎসা শেষে ৭ মে করোনা নেগেটিভ সনদ নিয়েই দেশে ফেরেন। করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর
সোমবার রাতে তাকে জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ সাংবাদিকদের জানান, কোয়ারেন্টিনে থাকা ওই নারীর শরীরে করোনাভাইরাস আছে কিনা- সেটি শনাক্তের জন্য রোববার নমুনা নেয়া হয়। নমুনার ফল পজিটিভ এসেছে। তবে তার শরীরে শনাক্ত হওয়া করোনাভাইরাস ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট কিনা- সেটি জানতে জিনোম সিকোয়েন্সিং করা হবে।

Exit mobile version