Site icon Jamuna Television

টিকা নিয়ে চীনা রাষ্ট্রদূতের মন্তব্য দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

চীনের টিকার অনুমোদন দিতে কোনো গড়িমসি হয়নি বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এর আগে বিনা খরচে চীন ট্রায়ালে রাজি ছিলো না।

সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, জনগণের স্বার্থ দেখেই সঠিক সময়ে চীনের টিকার অনুমোদন দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন থেকে প্রাথমিকভাবে চার পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে চায় সরকার। উপহারের ৫ লাখ টিকা যেন দুই ডোজ করে দেয়া যায় সেই পরিকল্পনাও হচ্ছে। এছাড়া রাশিয়ার সাথেও টিকা উৎপাদনের খসড়া চুক্তির সংশোধনী পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। মস্কোর মতামত পেলেই চুক্তি হবে। টিকা নিয়ে চীনা রাষ্ট্রদূতের মন্তব্য দুঃখজনক। আর কোয়াডে বাংলাদেশ যোগ দেবে কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশ স্বাধীনভাবে নেবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Exit mobile version