Site icon Jamuna Television

পরীক্ষামূলক যাত্রা শুরু মেট্রোরেলের

রাজধানীর উত্তরা অংশে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে মেট্রোরেলের। এর মাধ্যমে রেল ব্যবস্থার প্রাথমিক কার্যক্রমগুলো পরীক্ষা করা হচ্ছে।

সকাল থেকেই উত্তরার দিয়াবাড়িতে শুরু হয় এ কর্মযজ্ঞ। টেস্ট রানের সময় ট্রেনটি ডিপোর ভেতরের সব রেললাইনের ওপর দিয়ে চালানো হয়। এরপর অধিকতর পরীক্ষার জন্য ভায়াডাক্টেরর ওপর দিয়েও চালানোর কথা রয়েছে মেট্রোরেলের ইঞ্জিন ও বগি।

গত এপ্রিলে মেট্রোরেলের প্রথম সেটটি জাপান থেকে ঢাকায় আনা হয়। এছাড়া দ্বিতীয় সেট ট্রেনও এখন মোংলা বন্দরে রয়েছে যা নদীপথে ঢাকায় আনা হচ্ছে।

Exit mobile version