Site icon Jamuna Television

মার্কিন জাহাজ ঘেরাও, ইরানি নৌবহরে ৩০ দফা গুলি

হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরের দিকে ৩০ দফা গুলি ছোঁড়া হয়েছে। সোমবার এ তথ্য জানায় পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের ১৩টি সশস্ত্র স্পিডবোট ছিলো বহরে। মার্কিন দুটি জাহাজ ‘ফায়ারবোল্ট’ এবং ‘বারানোফে’র ৪৬০ ফুট দূরত্বে চলে এসেছিলো সেগুলো। জাহাজগুলো মূলত মিসাইলবাহী সাবমেরিন ‘ইউএসএস জর্জিয়া’র পাহাড়ায় নিয়োজিত।

এ সময় সংকেত পাঠানোর মাধ্যমে কয়েকবার তাদের সতর্ক করা হলেও অতিক্রম করে নিরাপদ সীমানা। তখন হুঁশিয়ার করতে ছোঁড়া হয় গুলি। এক মাসেরও কম সময়ে পারস্য উপসাগরে দ্বিতীয়বার মুখোমুখি হলো দু’দেশের জাহাজ।

ইরানের সাথে ২০১৫ সালে সই করা পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরানোর উদ্যোগ চালাচ্ছে পশ্চিমারা। এ সময় আগ্রাসী মনোভাব ভণ্ডুল করতে পারে আলোচনা।

ইউএইচ/

Exit mobile version