Site icon Jamuna Television

আজ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।

ত্রিদেশীয় সিরিজ ও টেস্টে প্রত্যাশা মেটাতে না পারলেও, টি-টোয়েন্টিতে ভালো করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য গতকাল অনুশীলনের সময় তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ইনজুরির খবর জানা যায়। প্রথম ম্যাচে তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে। এই ম্যাচেই অলরাউন্ডার আফিফ হোসেন, আরিফুল হক আর পেইসার আবু জায়েদ চৌধুরী রাহির অভিষেক একরকম নিশ্চিত। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজও জিততে চায় লঙ্কানরা। গতকাল প্র্যাকটিস শেষে এমনটাই জানান শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।

Exit mobile version