Site icon Jamuna Television

খালেদার বিদেশ যাত্রা নিয়ে ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত বিএনপি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত হয়েছে বিএনপি। বিএনপির ভাষায় খালেদা জিয়া বিদেশ গেলেই তার করোনা মুক্ত হবে, তার ৭৬ বছর বয়সের সকল রোগ ভালো হয়ে যাবে।

আজ বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইলে দরিদ্র শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ। পরে পাঁচশ শ্রমজীবী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ইউএইচ/

Exit mobile version