Site icon Jamuna Television

বিশ্বকাপ বাছাইপর্বের দায়িত্ব নিতে ফিরেছেন জেমি ডে

বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের ক্যাম্পের দায়িত্ব নিতে সোমবার রাতে ঢাকায় ফিরেছেন ব্রিটিশ কোচ জেমি ডে।

জেমির সঙ্গে এসেছেন গোলকিপার কোচ ল্যাস ক্যালভিস। ঢাকায় নামার পর তাদের দু’জনকে পাঁচদিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার আগে স্থানীয় কোচদের তত্ত্বাবধানে হালকা অনুশীলন করবেন জামাল ভূঁইয়ারা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য বাংলাদেশ দলের ২১ বা ২২ মে কাতার রওনা হওয়ার কথা। জেমির সঙ্গে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের আসার কথা ছিল। কিন্তু বিমান ধরার আগে নির্ধারিত সময়ের মধ্যে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ না পাওয়ায় আসতে পারেননি তিনি। নেগেটিভ রিপোর্ট এলে ১৩ মে ঢাকায় আসবেন তিনি।

Exit mobile version