Site icon Jamuna Television

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল পুুংলী থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতিতে চলছে গাড়ি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে চলাচল করা ঘরমুখো মানুষ। সড়কের পুুুংলী, এলেঙ্গা, সল্লা, হাতিয়া এলাকায় যানবাহনের সাথে যাত্রীদের জটলা সৃষ্টি হয়েছে।

এদিকে, পুলিশের চেকপোস্ট থাকায় যে যেখানে সুযোগ পাচ্ছে খালি কোনো যানবাহন দেখলেই তাতে উঠে বসছে। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। ঘরমুখো এসব মানুষদের গুনতে হচ্ছে চার থেকে পাঁচ গুন বেশি ভাড়া। গাদাগাদি করে বাড়ি ফেরা এসব মানুষদের মাঝে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি। যার অধিকাংশই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার লোক।

এলেঙ্গাতে কয়েকজন যাত্রী জানান, গার্মেন্টস ছুটি হয়েছে। যত কষ্টই হোক আর ভাড়া যতই লাগুক বাড়িতে যেতেই হবে। কারণ পরিবার পরিজন নিয়ে ঈদ করার আনন্দই আলাদা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মো.সফিকুল ইসলাম বলেন, মহাসড়কে গাড়ির চাপ রয়েছে। যানজট নেই। ধীর গতিতে যানবাহন চলাচল করছে। যাতে যানজটের সৃষ্টি না হয় এজন্য পুলিশ মহাসড়কে কাজ করে যাচ্ছে।

Exit mobile version