Site icon Jamuna Television

সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

চীনের উপহার দেয়া সিনোফার্মের ৫ লাখ ডোজ করোনা টিকা দেশে এসে পৌঁছেছে।

আজ বুধবার (১২ মে) ভোরে বাংলাদেশ বিমান বাহিনীর ‘সি-১৩০ জে’ পরিবহন বিমান সিনোফার্মের টিকা ও এডি সিরিঞ্জ নিয়ে কুর্মিটোলার বিমানঘাটিতে অবতরণ করে।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবতের উপস্থিতিতে ৫ লাখ ডোজা টিকা ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ টিকা আনতে গতকাল ঢাকা থেকে চীন যায় বাংলাদেশের বিমান।

এর আগে বাংলাদেশে কেবল ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ হচ্ছিলো। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের এই টিকা ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

Exit mobile version