Site icon Jamuna Television

জন্মদিনের পার্টিতে হত্যার ঘটনায় হামলাকারী ও নিহতদের পরিচয় প্রকাশ যুক্তরাষ্ট্র পুলিশের

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় জন্মদিনের পার্টিতে ছয়জনকে হত্যার ঘটনায় হামলাকারী ও নিহতদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১১ মে) বিবৃতিতে জানায়, দাওয়াত না পেয়ে হিংসাবশত এ হামলা চালায় বন্দুকধারী।

পরে নিজেও আত্মহত্যা করেন ওই ব্যক্তি। ২৮ বছরের হামলাকারীর নাম টেওডোর ম্যাকিয়াস। বান্ধবী সান্ড্রা ইবারা ও তার পরিবারের ৫ সদস্যকে গুলি করে হত্যা করে সে।

এ ঘটনাকে ব্যক্তিগত আক্রোশ থেকে নাশকতা হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এক বছর ধরে সান্ড্রার সাথে সম্পর্ক ছিলো ম্যাকিয়াসের। এর আগে আরেকটি পারিবারিক অনুষ্ঠানে বান্ধবীর পরিবারের সাথে দ্বন্দ্ব তৈরি হয় টেওডোরের।

পুলিশ জানায়, এর আগে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই তার। তবে ক্ষমতা ও আধিপত্য বিস্তারের মানসিকতা ছিলো বলে জানায় তার পরিচিতরা।

হামলায় ব্যবহৃত অস্ত্রটিও বৈধ নয় বলে জানায় পুলিশ।

Exit mobile version