Site icon Jamuna Television

নাটকীয় ট্রাক চুরির ঘটনা ক্যালিফোর্নিয়ায়

নাটকীয় ট্রাক চুরির ঘটনা দেখলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। কিন্তু চোরাই পণ্য আত্মসাতের আগেই ধরা পড়তে হয় পুলিশের হাতে।

গতকাল মঙ্গলবার (১১ মে) মহাসড়ক থেকে একটি ট্রেইলার চুরি করে পালাচ্ছিলো চোর। টের পেয়েই তার পিছু নেয় ট্র্যাফিক পুলিশ।

টানা ২ ঘণ্টা ধাওয়া করার পর ট্রাকটির চাকায় আগুন ধরে যায়। বাধ্য হয়েই সেটি থামিয়ে পালায় চোর।

কয়েকবাড়ি টপকেও পায়নি রেহাই; পরতে হয়েছে হাতকড়া। ততোক্ষণে চোরাই পণ্যও পুড়ে ছাই।

Exit mobile version