Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত ১৩ তলা ভবন

গাজায় ইসরায়েলের হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয় একটি ১৩ তলা ভবন। মঙ্গলবার একের পর এক হামলায় গুড়িয়ে দেয়া হয় ভবনটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঘণ্টা খানেক আগে এলাকাটি খালি করে ফেলার নির্দেশনা দেয়া হয়। ঘরবাড়ি ছেড়ে দ্রুত পালিয়ে যান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বিমান হামলা। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িঘরও। ধ্বংসস্তুপে পরিণত হয়ে পুরো এলাকা। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগও। বাসিন্দারা আগেই সরে যাওয়ায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের দাবি, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে তাদের এ পদক্ষেপ।

Exit mobile version