Site icon Jamuna Television

ইতালিতে ৬ মাস পর খোলা জায়গায় কনসার্ট

মহামারির বিস্তাররোধে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর ইতালিতে শুরু হলো খোলা জায়গায় কনসার্ট আয়োজন।

গতকাল মঙ্গলবার (১১ মে) পিয়ানোবাদক জ্যুসেপ্পে ক্যালিফানোর একক অনুষ্ঠান উপভোগ করেন সীমিত সংখ্যক অতিথি। এ সময় করোনায় প্রাণ হারানোদের স্মরণে জ্বালানো হয় মোমবাতি। শারীরিক দূরত্ব মেনে, মাস্ক পরিধান করে অনিন্দ্য সুন্দর এক সন্ধ্যা কাটায় রোমবাসী।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে স্বাভাবিক জীবনে ফেরার কর্মসূচি হাতে নিয়েছে ইতালি।

Exit mobile version