Site icon Jamuna Television

দৌলত‌দিয়ায় ঘরমুখো যাত্রী‌দের ঢল

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি:

ঈ‌দের বাঁকী আর মাত্র এক‌দিন। তাই প্রিয়জ‌নের স‌ঙ্গে ঈ‌দ আনন্দ উপ‌ভোগ কর‌তে রাজধানী ছে‌ড়ে বাড়ী ফির‌ছে হাজা‌রো মানুষ। ফ‌লে রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল নে‌মে‌ছে। ত‌বে দূরপাল্লার গণপ‌রিবহন চলাচল বন্ধ থাকায় যাত্রী‌দের ভোগা‌ন্তি পৌ‌ছে‌ছে চর‌মে।

‌দৌলত‌দিয়া প্রা‌ন্তে এ‌সে যাত্রীরা মাই‌ক্রোবাস, মা‌হেন্দ্রা, অটোরিক্সা, মোটরসাই‌কেলসহ বি‌ভিন্ন বাহ‌নে অ‌তি‌রিক্ত ভাড়া দি‌য়ে যাত্রীরা তা‌দের গন্ত‌ব্যে যা‌চ্ছে। এ সময় স্বাস্থ্য‌বি‌ধি মান‌তে দেখাযায়‌নি কাউ‌কে।

এ‌দি‌কে, দৌলত‌দিয়া প্রা‌ন্তের তিন‌টি ঘাট দি‌য়ে পারাপার হ‌চ্ছে যাত্রী ও যানবাহন। এবং দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল কর‌ছে ১৬টি। এছাড়া আইনশৃঙ্খলা প‌রি‌স্থিতি স্বাভা‌বিক ও যানযট নিয়ন্ত্র‌ণে দ্বা‌য়িত্ব পালন করছে পু‌লিশ।

Exit mobile version