Site icon Jamuna Television

শিমুলিয়ায় লঞ্চ চলার খবরে হুলুস্থুল, সরিয়ে নেওয়া হলো সব লঞ্চ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

হঠাৎ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ সচলের খবরে মুন্সিগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা দিয়েছে। এ খবর ছড়িয়ে পরলে আজ বুধবার (১২ মে) বেলা ১২টা থেকে শতশত যাত্রীরা ঘাটে এসে নোঙর করা লঞ্চে উঠে পড়ে। তবে ঘন্টাখানেক পর বেলা ১টার দিকে যাত্রীদের লঞ্চ থেকে নামিয়ে দিয়ে পল্টুন থেকে সব লঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে। আর লঞ্চ চলাচলে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১২টার দিকে লঞ্চঘাটে যাত্রীদের ঢল দেখা গেলো বেলার দেড়টার মধ্যে সব লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ঘাটের পল্টুন থেকে লঞ্চ সরিয়ে পাশের চর নোঙর করা রাখা হয়েছে। তবে এখনো যাত্রীদের লঞ্চঘাটে অপেক্ষা করতে দেখা যায়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, লঞ্চ চলাচলে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। অপেক্ষা করুন। এমন সিদ্ধান্ত হলে জানতে পারবেন।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়াঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, আমাদের কাছে লঞ্চ ছাড়ার নির্দেশনা না আসা পর্যন্ত কোনো লঞ্চ ছাড়া হবে না।

Exit mobile version