Site icon Jamuna Television

সৌদির সাথে মিল রেখে দেশের শতাধিক স্থানে কাল ঈদ

দেশের প্রায় শতাধিক স্থানে বিভিন্ন পীরের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে। সে হিসেবে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়াসহ আশপাশের উপজেলার ৬০টি গ্রামে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এছাড়াও সৌদির সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামেও আগামীকাল ঈদ উল ফিতর পালিত হবে।

এদিকে, শরীয়তপুরের প্রায় ২৫টি গ্রামের লোকজন সুরেশ্বর দরবার শরীফে আগামীকাল ঈদুল ফিতরের নামায আদায় করবেন।

ইউএইচ/

Exit mobile version