Site icon Jamuna Television

চট্টগ্রামে চালু হলো ‘ফ্রি ঈদ বাজার’

দুঃস্থ অসহায় মানুষের ঈদ আনন্দ নিশ্চিত করতে চট্টগ্রামে চালু হয়েছে ব্যতিক্রমধর্মী ‘ফ্রি ঈদ বাজার’। নগরীর আগ্রাবাদে জাম্বুরি মাঠের পাশে যৌথভাবে এই বাজার চালু করেছে ডবলমুরিং থানা পুলিশ এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সিটি।

এটি উদ্বোধন করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার আবদুল ওয়ারিশ। প্রথম দিনেই ভিড় জমান নারী-পুরুষ ও শিশুসহ অনেকে।

তাদেরকে বিনামূল্যে পছন্দমতো ঈদের নতুন পোশাক এবং খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে বলে জানান, ‘ফ্রি ঈদ বাজার’ এর মূল উদ্যোক্তা ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

ইউএইচ/

Exit mobile version