Site icon Jamuna Television

জয়পুরহাটে ধান বোঝাই ট্রাক উল্টে ১ জন নিহত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহকারী রাকিব হাসান (২৫) নিহত হয়েছে এবং চালক সামান্য আহত হয়েছে। নিহত রাকিব হাসান বগুড়ার নামুজা মসজিদ পাড়া মহল্লার আব্দুর রশীদের ছেলে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের আক্কেলপুর উপজেলার পূর্ণগোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুরের পিরগঞ্জ থেকে একটি ধান বোঝায় ট্রাক আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়ক দিয়ে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে পূর্ণগোপিনাথপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে উল্টে
পড়ে যায়। এ সময় চালকের পাশে বসা রাকিব ট্রাকের নীচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তবে এখন পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা হয়নি।

Exit mobile version